বর্তমানে তার ফারিয়া শাহরিনের চেয়ে ‘অন্তরা’ নামটা বেশি জনপ্রিয়। কারণ, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের নাটকে ‘অন্তরা’ চরিত্রে অ'ভিনয় করে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তৃতীয় সিজন থেকে অ'ভিনয় করছেন তিনি। তার আগে সবাই তাকে চিনতো ‘কথা দিলাম’ ফারিয়া নামে। একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়ে এই পরিচিতি ছড়িয়ে পড়ে তার।
এই ফারিয়া শাহরিন এবার বিয়ে করতে যাচ্ছেন। ফারিয়ার হবু স্বামীর নাম ফাহফুজ রায়ান। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মর'ত। থাকেন রাজধানীর ধানমন্ডি এলাকায়। দুই পরিবারের সম্মতিতে আংটি পরানো হয়েছে বলে জানান ফারিয়া শাহরিন।
শুক্রবার দিবাগত রাত বারোটা নাগাদ ফেসবুকে বরের স'ঙ্গে আংটি বদলের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘ইনগেজ, আলহা'ম'দুলিল্লাহ। সবাই আমা'দের জন্য দোয়া করবেন।’
ছবির সূত্রধরে ফারিয়ার স'ঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চারবছর প্রেমের পর বিয়ের সি'দ্ধান্ত নিয়েছি। দুই পরিবার পূর্ণ সমর'্থন দিয়েছে। এ বছরের শেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।