রাজবাড়ি জে’লার এক ঐতিহ্যবাহী মা'দ্রাসার হেফজোখানায় অ’'গ্নি’কা’ণ্ডের ঘ’টনা ঘটেছে। মা'দ্রাসাটির নাম দারুল উলুম ভাজনচালা দাওরায়ে হাদীস। এই ঘ’টনায় অনেক ক্ষ’তি হলেও কুরআন শরীফের কোন ক্ষ’তি হয়নি। জানা গেছে, ওই মা'দ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের হেফজোখানায় ঘু'মিয়ে ছিল ঘু'মিয়ে থাকা ৪০ জন ছাত্র। সেখানে অনেক কিতাব, হাদীসের বই,
শিক্ষার্থীদের পোশাক, লেপ, তোষকসহ প্রায় অর্ধ শতাদিক কুরআন শরীফ ছিল। আজ শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে সেখানে আ’গু'ন লেগে যায়। সেই আ’গু'নে সব পুড়ে ছাই হয়েগেলেও ৪০ জন ছাত্র ও সব কুরআন শরিফের কোন ক্ষ’তি হয়নি। কুরআন শরিফে কোন আ’গু'নই লাগেনি। এই দিকে মা'দ্রাসার অধ্যক্ষ দাবি করেছেন, এই আ’গু'নে প্রায় ১০ লাখ টাকার মত
টা'ঙ্গাইলের মির্জাপুরে এক সহকারী শিক্ষক তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর ধরে আমেরিকায় আছেন বলে জানা গেছে। তার স’'ঙ্গে যোগাযোগ করতে না পেরে কোনো পদ'ক্ষেপ নিতে পারছে না স্থানীয় শিক্ষা অফিস। ওই শিক্ষিকার নাম তানিয়া রহমান। তিনি উপজে’লা সদরের বাওয়ার কুমা'রজানী স’রকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
তারপর থেকে স্কুলের স’'ঙ্গে তানিয়া রহমানের কোনো যোগাযোগ নেই। উপজে’লা শিক্ষা অফিস থেকে তাকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে চিঠি পাঠালেও কেউ তা গ্রহণ করেননি।বাওয়ার কুমা'রজানী স’রকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক’রো'নার কারণে আমি দেশে আসতে পারছি না।
উপজে’লা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষক তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে আমেরিকা চলে গেলেও আর আসেননি। উপজে’লা ও জে’লা শিক্ষা অফিস থেকে একাধিকবার চিঠি দিয়েও তার কোনো যুক্তিযুক্ত জবাব পাওয়া যায়নি।
তবে তিনি একটি মাধ্যমে জানিয়েছেন, করোনার কারণে দেশে আসতে পারছেন না তিনি। সর্বশেষ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তিনি যদি সন্তোষজনক জবাব না দেন তাহলে তাকে শিক্ষিকার পদ থেকে বহিষ্কার করা হবে।তিনি আরও বলেন, তিনি ছুটিতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো বেতন উত্তোলন করেননি।
জে’লা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, ওই শিক্ষিকা চিকিৎসাজনিত ছুটি নিয়েছেন। এরপর থেকে তার বেতন উত্তোলন বন্ধ রয়েছে। আগামী ২০ থেকে ২২ দিনের মধ্যে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে।