কক্সবাজার জে'লার উখিয়ার বালুখালী রোহি'ঙ্গা ক্যাম্পে ভ'য়াবহ অ'গ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু শেষ হয়ে গেল অক্ষত রয়ে গেছে পবিত্র কোরআন শরীফ। এ ঘটনায় এ পর্যন্ত ৭ জন নি'হত হওয়ার কথা জানা গেছে। প্রায় ১০ হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। মা'র্কেট স্থানীয়দের পুড়ে গেছে বিপুল পরিমাণ সম্পদ। কিন্তু অলৌকিক ভাবে পবিত্র কোরান শরীফটি অক্ষত রয়ে গেছে।
আজ সোমবার (২২ মা'র্চ) বিকেল ৪টার দিকে বালুখালীর ৮-ই, ডব্লিউতে আগু'নের সূত্রপাত হয়। আগু'নে ক্যাম্পের ওই ব্লকটি পুড়ে যায়। বালুখালি ক্যাম্প ৮ ই এর ক্যাম্প ইনচার্জ মোহা'ম্ম'দ তানজীম জানান, বালুখালী রোহি'ঙ্গা ক্যাম্পে ভ'য়াবহ অ'গ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাতাসের গতি বেশি হওয়ার কারণে আগু'ন বিভিন্ন ব্লকে দ্রুত ছড়িয়ে পড়ে। ৬ ঘন্টা চেষ্টার পর আগু'ন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে শেষ হয়ে গেছে রোহি'ঙ্গা ও স্থানীয়দের বিপুল পরিমাণ সহায়-সম্পদ।
আরও পড়ুনঃবাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে নাসির অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।নতুন খবর হছে, ঘরোয়া লীগে আজ দারুণ পারফর্ম করেছেন ব্যাড বয় খ্যাত নাসির। দিনশেষে ৯৯ রানে অ'পরাজিত আছেন এই অলরাউন্ডার। এখন দেখার বি'ষয় কত রানে ফেরেন এই তারকা ক্রিকেটার।
আরও পড়ুন= শাওমি বাংলাদেশে দশম প্রজন্মের রে'ডমি নোট সিরিজের দুটি মডেলের স্মা'র্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। মডেল দুটি- ‘রে'ডমি নোট ১০ প্রো’ এবং ‘রে'ডমি নোট ১০’। স্মা'র্টফোন দুটিতে ইভল ডিজাইন ও সর্বশেষ প্রযুক্তিগত সুবিধা আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। শীঘ্রই ফোন দুটি অথোরাইজড মি স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাব'ে।
রে'ডমি নোট ১০ প্রো রে'ডমি নোট ১০ প্রো ডিভাইসটিতে রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে; এতে থাকছে ১২০০ নিট পিক ব্রাইটনেস, ১০০% ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট। ১০৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার ফোনটির প্রাইমা'রি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। এছাড়া একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের সুপার-ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সামনে আছে খুব ছোট পাঞ্চহোলের ১৬ মেগাপিক্সেলের ডিসপ্লে ক্যামেরা।
এমআইইউআই ক্যামেরা অ্যাপে পাওয়া যাব'ে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরস, নাইট মোড ফিচার ২.০, ভ্লগ মোড, ডুয়াল ভিডিও, প্রো ভিডিও, ম্যাজিক ক্লোন, লং এক্সপোজার মোড।রে'ডমি নোট ১০ প্রোতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার সেটআপ, যা উচ্চ, স্পষ্ট সাউন্ড দেবে। রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, স'ঙ্গে আইআর ব্লাস্টার। নিরাপত্তার জন্য সাইডে রয়েছে ফি'ঙ্গারপ্রিন্ট এবং স'ঙ্গে ডাবল-ট্যাপ জেসচার।
কোয়ালকমের সর্বশেষ ৭ সিরিজের ৮ ন্যানোমিটার প্রযুক্তির শক্তিশালী স্ন্যাপড্রা'গন ৭৩২জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ ন্যানোমিটার প্রযুক্তির ফিচারিং ক্র্যায়ো ৪৭০ আর্কিটেক্ট যা ২.৩ গিগাহার্জ ক্লকড। স'ঙ্গে আছে স্ন্যাপড্রা'গন এলিট গেইমিং অ্যাড্রেনো ৬১৮ গ্রাফিক।দীর্ঘ ব্যাকআপের জন্য রয়েছে ৫০২০এমএএইচ ব্যাটারি, যা কোনো ধরনের দুঃশ্চিন্তা ছাড়া পুরোদমে ব্যবহারে অনায়াশে এক দিনের সা'পোর্ট পাওয়া যায়। এর ৩৩ ওয়াটের চার্জার ০ থেকে ৫৯ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে।