কুমিল্লায় আবাসিক হোটেলে অনৈ'তিক কাজে জড়িত থাকার অ'ভিযোগে ১৭ জন তরুণ-তরুণীকে আট'ক করেছে পু'লিশ।
ম'ঙ্গলবার রাতে জে'লার আদর্শ সদর উপজে'লার আলেখারচর এলাকায় হোটেল বৈশাখী থেকে তাদের আট'ক করা হয়। বুধবার আট'কদের আ'দালতে পাঠানো হয়েছে। আট'করা হলেন- শাহনাজ বেগম, ফারহানা আক্তার, রুজিনা আক্তার, তাসলিমা আক্তার, বাজিল আক্তার, বিবি রহিমা খাতুন শিল্পী, সুমা বেগম, ফাতেমা আক্তার জেসী, রোমানা আক্তার, মো. সোহেল, মো. ইউনুস, মো. জয়নাল, সুমন চন্দ্র ভৌমিক, মো. দুলাল, মো. সাদ্দাম ও পলা'শ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, দীর্ঘদিন ধরেই বিভিন্ন আবাসিক হোটেলে অনৈ'তিক কর্মকাণ্ড চলছিল। এমন সংবাদে ম'ঙ্গলবার রাতে হোটেল বৈশাখীতে অ'ভিযান চালিয়ে আপ'ত্তিকর অবস্থায় নয়জন নারী ও আট'জন পুরুষকে আট'ক করা হয়।