দুবাইতে গিয়ে বিকিনি ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়েন অ'ভিনেত্রী সারা খান । টেলিভিশন অ'ভিনেত্রীর বিকিনি ছবি নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন । এমনকী, তাঁর ধ'র্ম নিয়ে যেমন প্রশ্ন তোলা হয়, তেমনি তাঁকে ‘যৌ'নকর্মী’ বলেও করা হয় আ'ক্রমণ ।
পাশাপাশি সারা যেন দুবাইতেই থেকে যান, সে বি'ষয়েও পরামর'্শ দেওয়া হয় তাঁকে । কিন্তু, সমালোচকদের এভাবেই ফের জবাব দিলেন টেলিভিশন অ'ভিনেত্রী ।
বিকিনি ছবি নিয়ে সারাকে আ'ক্রমণের বহর যত বাড়তে শুরু করে, ঠিক সেই সময় তিনি শেয়ার করেন নিজের আরও একটি ভিডিও । যে ভিডিও শুট করতে দেখা যায় সারা খানের বোনকে ।
দুবাইতে গিয়ে বিকিনি ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়েন অ'ভিনেত্রী সারা খান । টেলিভিশন অ'ভিনেত্রীর বিকিনি ছবি নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন । এমনকী, তাঁর ধ'র্ম নিয়ে যেমন প্রশ্ন তোলা হয়, তেমনি তাঁকে ‘যৌ'নকর্মী’ বলেও করা হয় আ'ক্রমণ ।
পাশাপাশি সারা যেন দুবাইতেই থেকে যান, সে বি'ষয়েও পরামর'্শ দেওয়া হয় তাঁকে । কিন্তু, সমালোচকদের এভাবেই ফের জবাব দিলেন টেলিভিশন অ'ভিনেত্রী । বিকিনি ছবি নিয়ে সারাকে আ'ক্রমণের বহর যত বাড়তে শুরু করে, ঠিক সেই সময় তিনি শেয়ার করেন নিজের আরও একটি ভিডিও । যে ভিডিও শুট করতে দেখা যায় সারা খানের বোনকে ।
যদিও, কড়া সমালোচনা এবং প্রশ্নের মুখে পড়ে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হন সারা খান । তিনি বলেন, বোন আরিয়া খানের জন্যই তাঁর ওই ধরনের ছবি বাইরে এসেছে । পাশাপাশি ওই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন টেলিভিশনের এই জনপ্রিয় অ'ভিনেত্রী ।