সময় যত এগোচ্ছে, তত বাড়ছে মানুষের ইঁদুর দৌঁড়। কখনও অফিস, কখনও বাড়ি, মায়ের ওষুধ, বাবার পেনশন, ছেলেমেয়ের পড়াশোনা, সব কিছু নিয়েই নাজেহাল মানুষ।
এসবের মধ্যে কাছের মানুষটির স’'ঙ্গে অন্তর’'ঙ্গতা সময় হয় না অনেকেরই। আর তাই, ইঁদুর দৌঁড়ের মাঝেই স’'ঙ্গী বা স’'ঙ্গিনীকে একটু সময় তো দিতেই হবে।আরে, অনেকেই তো, নিয়মিত কাজের মতই অন্তর’'ঙ্গতার পর পরই পাশ ফিরে ঘু’মিয়ে পরেন। কেউ বা আবার সুখটান দিয়ে বিছানায় টানটান। শুরু হয়ে যায় নাসিকা গর্জনও। কিন্তু, জানেন কি, সে’ক্সের পর পরই পাশ ফিরে শুয়ে পরা, নাক ডেকে ঘু’মোনো, আপনার স’'ঙ্গিনী একেবারেই পছন্দ করেন না।
সারাদিন পর, তিনিও আপনার জন্যই অ’পেক্ষা করে থাকেন। যদি এসব করে থাকেন, তাহলে আজ থেকেই সাবধান হয়ে যান। অন্তর’'ঙ্গতার পর কী কী করবেন না.. ঘনিষ্ঠতার পর স’'ঙ্গে স’'ঙ্গে পাশ ফিরে ঘু’মিয়ে পড়বেন না। ‘তু মেরি, ম্যায় তেরি টাইপ’ একটু কথাই না হয় বলবেন দু’জন দু’জনের স’'ঙ্গে। মিলনের পর স’'ঙ্গে স’'ঙ্গে ‘ওয়াশরুমে’ চলে যাব'’েন না। যান একটু পরে। না হলে, সেই আমেজটাই তো পুরো নষ্ট।
মি’লনের আগে, পরে স’'ঙ্গীর কাছ থেকে একটু আদর তো আশাই করেন মহিলারা। তাই এমন কোনও কথা বলবেন না, যাতে চার্ম নষ্ট হয়ে যায়। মিলনের পর স’'ঙ্গে স’'ঙ্গে ফোন ঘটবেন না। সোশ্যাল সাইটগু'’লি না হয় পরেই করবেন। অফিসের কোনও কাজ করবেন না। অফিসের কথা নিয়ে আলোচনাও করবেন না ওই সময়।
মিলনের পর বন্ধুকে ফোন করবেন না। বা ফোন আসলেও সেটা রিসিভ করবেন না। এতে কিন্তু মহিলারা বেজায় চোটে যান। মুখে কিছু না বলেও, দীর্ঘদিন ধরে এটা চললে, ফল কিন্তু ভুগতেই হবে আপনাকে অন্তর’'ঙ্গতার পর চট করে ঘরের আলো জ্বা'’লিয়ে দেবেন না। মেয়েরা কিন্তু অন্ধকারকেই ওই সময় বেশি পছন্দ করেন।