একটি মহিলার উপর অনেক দায়িত্ব থাকে। মহিলার ভাগ্যের প্রভাব তার নিজস্ব এবং তার শ্বশুরবাড়ি উভয়ের উপরই প্রভাব ফেলে থাকে। কিন্তু স্বামীর উপর মহিলার ভাগ্য সবচেয়ে বেশি প্রভাবশালী।
যদি কোন পুরুষের বিবাহ এমন কোনো মহিলার সাথে হয় যে খুবই গু'ণবান তাহলে তার ভাগ্য খুলে যায়। আজকের এই প্রবন্ধে আমর'া মহিলাদের মধ্যে উপস্থিত এমন কিছু বিশেষ গু'ণ এর সম্বন্ধে বলতে যাচ্ছি যার উপস্থিতিতে স্বামী সৌভাগ্যশালী হয়। তো কি সেই গু'ন চলুন জেনে নিই ।
হিন্দু ধ'র্মে মহিলাদের মা লক্ষ্মীর রূপ হিসেবে মানা হয়।বলা হয় যে যেই ঘরে স্ত্রী বসবাস করে ওই ঘরে মা লক্ষ্মী স্বয়ং বসবাস করে। বলা হয় যে মহিলাদের ভাগ্যের সাথেই পরিবারের ভাগ্য জুড়ে আছে। সবাই ভাবে যে মহিলারা পরোয়া ধন হয়। একটি মেয়ের সাথে একটি না বরং দু-দুটি পরিবার জুড়ে থাকে। বিবাহের আগে মেয়ে সে তার নিজস্ব পরিবারের দেখাশোনা করে থাকে এবং বিবাহের পরে শ্বশুরবাড়ির দেখাশোনা করে থাকে।এইগু'ন থাকা মহিলারা হয়ে থাকে স্বামীর জন্য ভাগ্যশালী:
মনে হয় যে যে সমস্ত মহিলারা পূজা অর্চনা করে থাকে এবং যাদের মন পূজা অর্চনার দিকে অধিক সময় লেগে থাকে তাদের স্বামীদের জীবনে কখনো ধন-সম্পত্তির অভাব হয় না।এর সাথে তাদের স্বামী যেই কাজই করে থাকুক না কেন সেই কাজেই সফলতা লাভ করে এবং এরা নিজের দাম্পত্যজীবনেও খুব খুশি থাকে.যেই মহিলাদের স্বভাব শান্ত প্রকৃতির হয় এবং যে সব মহিলা নিজস্ব জ্ঞান না হারিয়ে পরিস্থিতি সামলাতে জানে সে সমস্ত মহিলাদের স্বামীর জীবন সর্বদা সুখময় থাকে এবং এই সমস্ত মহিলাদের পরিবারে সবসময় সুখ শান্তি বজায় থাকে।
মা লক্ষ্মীর কৃপা ও এদের সাথে সর্বদা বজায় থাকে।মহিলাদের মধ্যে করুণা থাকা খুবই জরুরী। যে সমস্ত মহিলাদের মধ্যে এই সভায় উপস্থিত থাকে তারা সর্বদা সুখী থাকে। দান দেওয়া মহিলাদের কখনো কোন জিনিসের অভাব হয় না। এদের উপর হাজার হাজার লোকের আশীর্বাদ থাকে। এই পরিবারে সর্বদা সুখ শান্তি বজায় থাকে এবং এদের জীবনে কখনো ধন সম্পদের অভাব হয় না।
যে সমস্ত মহিলারা বয়স্কদের সেবা করে থাকে এবং তাদের সম্মান করে থাকে তাদের জীবনে কখনো ধন-সম্পত্তির অভাব হয়না। তাদের স্বামীদের সব ক্ষেত্রেই সফলতা প্রা'প্ত হয় এবং নিজের দাম্পত্য জীবনে ও এরা খুবই খুশি থেকে থাকে।যদি আপনার জীবনে এরকম গু'ণবান মহিলা থেকে থাকে তো আপনিও খুবই সৌভাগ্যশালী। অথবা আপনি এমন কোনো মহিলা কে ভালোবেসে থাকেন যার মধ্যে এ রূপ গু'ন বর্তমান তবে শীঘ্রই তার সাথে বিবাহ করুন। উপরোল্লিখিত এই সমস্ত গু'ণবান মহিলাদের ঘর পরিবার এবং স্বামীরা খুবই সৌভাগ্যশালী হয়ে থাকে