মোবাইল দিয়ে টাকা আয় করা কী ইন্টার’নেট জগতে সম্ভব ? এতে কোনো রকম জটিলতা আছে? চেষ্টা করলে আমিও ইনকাম করতে পারবো তো? এই সব প্রশ্নের উত্তর হলো – হ্যাঁ, সম্ভব তবে যথেষ্ঠ এবং ভালোভাবে ও সঠিক পথে চেষ্টা ও পরিশ্রম করলে অবশ্যই তা সম্ভব।
বর্তমান সময়ে মোবাইল দিয়ে ইনকাম করতে কে না চায়? বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে সবাই চায় তার হাতের স্মা'র্টফোন দিয়ে কিছু টাকা আয় করতে। ১৫-২০ বছর আগে প্রতিটি পাড়া কিংবা মহল্লায় একটি মোবাইলও ছিল না। তখন দেশে খুব কম মানুষই অনলাইনে ইনকাম করতো ও ইন্টারনেটে ইনকামের বি'ষয়টি জানতো। হাতের নিকট ছিল না কোনো রকম ইন্টারনেট পাশাপাশি ছিল না স্মা'র্টফোন বা কম্পিউটার।
কিন্তু যুগ পাল্টে এখন তথ্য প্রযুক্তি নির্ভর যুগে আমর'া প্রবেশ করেছি। আর এ যুগে ব্যবসা কিংবা ক্রয়-বিক্রেয়ের জন্য কোনো রকম বাধা নেই। হোক আপনি ঘরে কিংবা বাহিরে, গ্রাম অথবা শহরে, দেশ বা বিদেশ যেখানেই থাকেন না কেন, হাতে থাকা আপনার স্মা'র্টফোন দিয়েই সকল কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। ২০২০-২০২১ সালের গু'গল সার্ভে অনুযায়ী, বাংলাদেশে মাসে প্রায় ৫০০০-৮০০০ হাজার মানুষ গু'গলে সার্চ করে
কীভাবে মোবাইল দিয়ে টাকা আয় করা যায়। এই জরিপ থেকেই বুঝা যাচ্ছে যে, বাংলাদেশের একটা বিরাট অংশ যা শিক্ষার্থী-শিক্ষক-বেকার ইত্যাদি আছে, যারা সত্যিকার অর্থেই মোবাইল দিয়ে টাকা আয় বা ইনকাম করার একটা সঠিক গাইডলাইন চায়। আর তাই মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় গু'লো জানাবো আমা'র আজকের এই আর্টিকেলের মাধ্যমে। আজকের আমা'র এই আর্টিকেলের মাধ্যমে বর্তমান সময়ে মোবাইল দিয়ে আয়
করার ৫টি উপায় নিয়ে আলোচনা করবো, যেগু'লোর যেকোনো একটি অনুসরণের মাধ্যমে আপনি একটি স্মা'র্টফোন দিয়েই আয় করতে পারবেন। আলোচনার সুবিধার্থে প্রথমেই বলে রাখি, ইন্টারনেট জগতে কোনো কিছুই সম্ভব নয় যথেষ্ট এবং সঠিক উপায়ে পরিশ্রম ছাড়া। সুতরাং আজকের ৫টি উপায় দেখা এবং বুঝার পর এই জিনিসগু'লো নিয়ে প্রথমে চিন্তা করবেন, তারপর প্রেক্টিস করবেন, এরপর বি'ষয়টি আমলে নিয়ে সঠিকভাবে
কার্যকর করবেন। তবে প্রতিনিয়ত প্রেক্টিস করে যেতে হবে। এবার চলুন স্মা'র্টফোন ব্যবহার করে যে ৫ টি উপায়ে টাকা ইনকাম করা সম্ভব তার একটি সিরিয়াল চার্ট দেখা যাক। মোবাইল দিয়ে আয় করার ৫টি উপায় গু'লো হচ্ছে : ব্লগিং করে আয় ' ইউটিউব অথবা ফেসবুকিং করে আয় ' ফটো এডিট করে আয় ' অ্যাফিলিয়েট করে আয় ' ব্যাকলিংক করে আয় এই ৫টি মাধ্যমে যেকেউ মোবাইল দিয়ে টাকা আয় করতে পারবে। তবে একসাথে
৫টি বি'ষয় কেউ আয়ত্ত্ব করতে পারবে না। সুতরাং অনলাইনের আয়ের ক্ষেত্রে আপনাকে এখান থেকে যেকোনো একটি বাছাই করতে হবে এবং সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। ব্লগিং করে আয় : মোবাইল দিয়ে ব্লগিং করে আয় করা হলো সবচেয়ে সহজ এবং ভালো একটি মাধ্যম। আশা করা যায় একটু চেষ্টা আর আগ্রহ নিয়ে ব্লগিং নিয়ে কাজ করলে সফলতা খুব দ্রুত আসবে। ব্লগিং আপনি যেকোনো বি'ষয় দিয়েই শুরু করতে পারেন।
অথবা যেকোনো একটি নিশ সিলেক্ট করেই ব্লগিং শুরু করতে পারেন। আপনি যদি ইংরেজিতে পারদর্শী হয়ে থাকেন, তাহলে ইংলিশে ব্লগিং করতে পারেন। অথবা যদি বাংলা লিখতে পছন্দ করেন, তাহলে বাংলায় ব্লগ করতে পারেন। এটা আপনার ভাষাগত স্কিলের উপর নির্ভর করে। তবে সবচেয়ে বেস্ট ওয়ে হলো আপনার পছন্দের যেকোনো একটি নিশ বা সাবজেক্টের উপর ভিত্তি করে এখন থেকেই ব্লগ শুরু করতে পারেন। ব্লগ শুরু করার পর যখন নির্দিষ্ট পরিমাণ ট্রাফিক আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, তখন এডসেন্স কিংবা স্পন্সর দিয়ে ইনকাম করতে পারবেন।