বাংলাদেশ সে’নাবাহিনী বহুবছর ধরেই জাতিসং'ঘ শান্তির’ক্ষা মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। ১৯৮৮ সালে বাংলাদেশ সে’নাবাহিনীকে প্রথমবারের মত জাতিসং'ঘ শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়। সেবছর
সে’নাবাহিনীকে ইরাকে এবং নামিবি’য়ায় মোতায়েন করা হয়।তৎকালীন রাষ্ট্রপতি হু মু এরশাদের উদ্যোগে এই মোতায়েন সম্পন্ন হয়। পরবর্তীতে উপসাগরীয় যু’'দ্ধ শেষে জাতিসং'ঘ মিশনের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী একটি যা’ন্ত্রিক-পদাতিক বহর প্রেরণ করে। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ২৫টি দেশে ৩০টি শান্তি’রক্ষা মিশনে অংশ নিয়েছে।এই দেশগু'লোর মধ্যে রয়েছে অ্যা'ঙ্গো'লা, নামিবিয়া,
কম্বোডিয়া, সোমালিয়া, সুদান, ইরিত্রিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বসনিয়া ও হার্জেগোভিনা, মোজাম্বিক, যুগোস্লাভিয়া, লাইবেরিয়া, হাইতি, তাজিকিস্তান, পশ্চিম সাহারা, সিয়েরা লিওন, কসভো, জর্জিয়া, পূর্ব তিমুর, ক'ঙ্গো, আইভোরি কোস্ট এবং ইথিওপিয়া। এই সকল শান্তিরক্ষা মিশনে এখন পর্যন্ত ৮৮ জন বাংলাদেশি সেনাসদস্য প্রা’ণ হারি’য়েছেন।শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদলের অবদান সর্বোচ্চ মানের প্রশংসিত।
এই অবদানের স্বীকৃতি স্বরূপ জাতিসং'ঘ মিশনের উচ্চ পদগু'লোতে বাংলাদেশ সামর'িক বাহিনীর সদস্যদের উপস্থিতি ক্রমা’গত বৃ'দ্ধি পাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষা ও জাতি গঠন অ'পারেশন পরিচালনার মধ্য দিয়ে শান্তিরক্ষা অ'পা’রে’শনে বিশে’ষ’জ্ঞ হয়ে উঠেছে।
Video link: https://youtu.be/Mk8lpxqbZWk