চট্টগ্রামের বাঁশখালী উপজে'লায় রান্না করা কোরবানির মাংসে স্বাদ না হওয়ায় আইরিন আক্তার (২১) নামের এক গৃহবধূকে পি'টিয়ে হ’ত্যার অ'ভি’যো’গ উঠেছে। তার স্বামী হারুনুর র'শিদের বিরু'দ্ধে এ
অ’ভিযো’গ উঠেছে। তিনি পেশায় একজন রিকশাচালক। ঘটনার পর থেকে তিনি পলাতক। শনিবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজে'লার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে আইরিনের ম’রদে’হ উ’'দ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে আইরিন ও হারুনের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর ও পাঁচ মাস বয়সী দুটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে যৌ'তুকসহ নানা বি'ষয়ে আইরিন ও হারুনের মধ্যে ঝগড়া 'হতো। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়।
ঈদুল আজহার দিন (২১ জুলাই) হারুন প্রতিবেশীর কাছ থেকে কিছু মাংস পান। ওই মাংস রান্না করেন আইরিন। কিন্তু মাংসে স্বাদ হয়নি বলে অ’ভি’যোগ তুলে আইরিনকে কয়েক দফা মা'রধর করেন তার স্বামী। শনিবার দিবাগত রাতে শ্বশুরবাড়ি থেকে আইরিনের ঝুলন্ত ম’রদে’হ উ’'দ্ধার করা হয়। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, আইরিন আ'ত্মহ’ত্যা করেছেন। তবে আইরিনকে হ’ত্যা করা হয়েছে বলে অ’ভিযো’গ তার বা-মায়ের।
আইরিনের শাশুড়ি নুর বানু বলেন, ‘মাংসে স্বাদ না হওয়ায় আইরিনকে মা'রধর করা হয়েছে সত্য। তবে আমা'র ছেলে বলেছে, আইরিন আ’ত্মহ’ত্যা করেছে।’ আইরিনের বাবা আবু ছালেহ বলেন, ‘আমা'র মেয়েকে পি'টিয়ে হ’ত্যা করা হয়েছে। আমি আ'সামিদের শাস্তি চাই।’
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির জাগো নিউজকে বলেন, ম’রদে'হ ময়নাত'দন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে। ময়নাত'দন্ত শেষে হ’ত্যা নাকি আ'ত্ম’হ’ত্যা’ জানা যাব'ে। আপাতত থানায় একটি অ'পমৃ'ত্যু মা'মলা দায়ের করা হয়েছে।