পাঁচ বছরের শিশুটি পরম যত্নে ছিল মায়ের কোলে। হঠাৎ খেলার কথা বলে মেয়েটিকে নিয়ে যান কলেজ পড়ুয়া শিক্ষার্থী সাগর মহন্ত। খেলার নামে গোয়ালঘরে নিয়ে তাকে ধ'র্ষণ করেন। প্রচণ্ড র'ক্তক্ষরণে ছটফট করছিল শিশুটি। আর এভাবে রেখেই পালিয়ে যান সাগর।
ঘটনাটি রংপুর সদর উপজে'লার হরিদেবপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের।শনিবার জে'লার মিঠাপুকুর উপজে'লার পায়রাবন্দ এলাকা থেকে অ'ভিযুক্ত সাগর মহন্তকে গ্রে'ফতার করেছে পু'লিশ। এর আগে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
সাগর হরিদেবপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের নিমাই মহন্তের ছেলে। তিনি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের এমএ লেখাপড়া করছেন। ভুক্তভোগী শিশুটি বর্তমানে রংপুর ওয়ান স্টপ ক্রা'ইসিস সেন্টারে চিকিৎসাধীন।
ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান, মায়ের কোলে ছিল পাঁচ বছরের শিশুটি।খেলার কথা বলে তাকে নিয়ে যান সাগর। এরপর গোয়ালঘরে নিয়ে মেয়েটিকে ধ'র্ষণ করেন। প্রচণ্ড র'ক্তক্ষরণে শিশুটি ছটফট শুরু করলে সাগর পালিয়ে যান।
একপর্যায়ে চিৎকার শুনে পরিবারের লোকজন র'ক্তাক্ত অবস্থায় শিশুটিকে উ'দ্ধার করেন। পরে পু'লিশের সহায়তায় রংপুর ওয়ান স্টপ ক্রা'ইসিস সেন্টারে ভর্তি করেন। এ ঘটনায় সাগর মহন্তের বিরু'দ্ধে কোতোয়ালি থানায় মা'মলা করেন শিশুটির মা।
কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, বি'ষয়টি শোনার পর ঘটনাস্থলে পু'লিশ পাঠানো হয়েছিল। এরপর বিভিন্ন স্থানে সাঁড়াশি অ'ভিযান চালিয়ে তিনদিন পর অ'ভিযুক্ত সাগরকে গ্রে'ফতার করা হয়।