শরীয়তপুরের ভেদরগঞ্জে শিক্ষক আযহারুল ইসলামের বিরু'দ্ধে এক সহকারী শিক্ষিকাকে ধ'র্ষণের অ'ভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৪ জুলাই) বিকেলে প্রধান শিক্ষক আযহারুলকে আ'সামি করে সখিপুর থানায় লিখিত অ'ভিযোগ করেছেন ওই শিক্ষিকা। গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ১০টার দিকে সখিপুর থানার মাগন ব্যাপারীকান্দী গ্রামে আযহারুলের বাড়ির একটি কক্ষে ধ'র্ষণের ঘটনাটি ঘটে।
বিয়ের আশ্বা'স দিয়ে বাড়িতে ডেকে এনে তাকে ধ'র্ষণ করা হয়েছে বলে ওই শিক্ষিকা অ'ভিযোগ করেছেন।অ'ভিযুক্ত প্রধান শিক্ষক আযহারুল ইসলাম সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের মাগন ব্যাপারীর কান্দি গ্রামের আব্দুর রব ব্যাপারীর ছেলে। তিনি ৪৪নং তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী নারী সখিপুর থানার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
পু'লিশ, স্থানীয় লোকজন ও শিক্ষিকার পরিবারের সদস্যরা জানান, ২০১৩ সাল থেকে ওই সহকারী শিক্ষিকার স'ঙ্গে প্রধান শিক্ষক আযহারুল ইসলামের প্রেমের সম্পর্ক। তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে।২২ জুলাই বিকেলে প্রধান শিক্ষক আযহারুলের স্ত্রী ও সন্তান তার শ্বশুরবাড়ি বেড়াতে যায়। বাড়ি ফাঁ'কা থাকায় রাতে আযহারুল ওই শিক্ষিকাকে মুঠোফোনে তার বাড়িতে আসতে বলেন।
আযহারুলের কথামতো রাত ১০টার দিকে ওই শিক্ষিকা সেখানে আসেন। তখন বিয়ের আশ্বা'স দিয়ে একটি কক্ষে ওই শিক্ষিকাকে ধ'র্ষণ করেন আযহারুল। পরে বিয়ের কথা বললে আযহারুল ওই শিক্ষিকাকে চুপচাপ বাড়ি চলে যেতে বলেন। না যেতে চাইলে ওই শিক্ষিকাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে তাদের হাতেনাতে আট'ক করেন। পরে শিক্ষিকাকে বিয়ের আশ্বা'সে ঘর থেকে বের করে দেন ওই প্রধান শিক্ষক ও তার আ'ত্মীয়রা।
ওই শিক্ষিকা অ'ভিযোগ করে বলেন, ২০১৩ সাল থেকে আযহারুলের স'ঙ্গে আমা'র প্রেমের সম্পর্ক। আযহারুল বিয়ের কথা বলে দীর্ঘদিন ধরে আমা'র স'ঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। ঘর উঠানোর জন্য সে আমা'র কাছ থেকে ৮ লাখ টাকাও নিয়েছেন। ২২ জুলাই রাতে বিয়ের আশ্বা'স দিয়ে আমা'র স'ঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন আযহারুল।
প্রধান শিক্ষক আযহারুল ইসলাম এদিকে, শনিবার দুপুরে প্রধান শিক্ষক আযহারুল ইসলামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তার মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি। জে'লা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা মো. আবুল কালাম আজাদ জানান,ওই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট ত'দন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রধান শিক্ষকের বিরু'দ্ধে ডিজি স্যারের বরাবর লিখিত অ'ভিযোগ করা হবে। সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, প্রধান শিক্ষক আযহারুলের বিরু'দ্ধে ধ'র্ষণ অ'ভিযোগ এনে লিখিত অ'ভিযোগ করেছেন এক সহকারী শিক্ষিকা। ভুক্তভোগী শিক্ষিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান শিক্ষক আযহারুলকে গ্রে'ফতারের চেষ্টা চলছে।