কুমিল্লার দেবিদ্বারে বিয়ের কথা বলে পঞ্চম শ্রেণির এক মা'দ্রাসা ছাত্রীকে ধ'র্ষণের অ'ভিযোগে শাহীন মিয়া (২৩) নামের এক যুবককে গ্রে''প্তার করেছে পু'লিশ। সোমবার ভোর রাতে উপজে'লার রাজামেহার গ্রাম থেকে তাকে গ্রে''প্তার করা হয়।
দুপুরে আ'দালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রে''প্তার শাহীন মিয়া উপজে'লার সৈয়দপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।পু'লিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নি'র্যাতিত মেয়েটিকে বিয়ের কথা বলে দেবিদ্বার
উপজে'লার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিত্য কবিরাজের পরিত্য'ক্ত বাড়িতে নিয়ে যায় অ'ভিযুক্ত শাহীন মিয়া। পরে সেখানেই তাকে ধ'র্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে রোববার রাতে ওই ছাত্রীর বড় ভাই থানায় মা'মলা দায়ের করেন।
পরে পু'লিশ অ'ভিযান চালিয়ে এক আত্বীয়ের বাড়ি থেকে অ'ভিযুক্ত শাহীন মিয়াকে গ্রে''প্তার করে। মা'মলার ত'দন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহরাব হোসেন বলেন,অ'ভিযুক্ত শাহীন ঘটনার পর থেকে আ'ত্মগো'পন করেছিলেন।
পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজামেহার এলাকার শাহীনের ফুফুর বাড়ি থেকে তাকে গ্রে''প্তার করা হয়েছে। সোমবার আ'দালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন,
অ'ভিযোগে পেয়ে ওই কিশোরীকে পু'লিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।