ছাত্রীর মায়ের স'ঙ্গে প,রকী,য়া করতে এসে বাবার হাতে ধ’রা খেলেন শিক্ষক! আদম'দীঘি (বগু'ড়া) প্রতিনিধি বগু'ড়ার আদম'দীঘিতে ছাত্রীর মায়ের স'ঙ্গে পর,কী,য়া করতে এসে ওই ছাত্রীর বাবার হাতে ধ’রা খেয়েছেন
শিক্ষক। গত ম'ঙ্গলবার রাতে ধ’রা পরা হাসান নামের ওই শিক্ষক গতকাল বুধবার তিন লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন। হাসান ছাতিয়ান গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মর'ত রয়েছেন। স্থানীয়রা জানান, উপজে'লার ছাতিয়ান গ্রাম বাজার এলাকার নবম শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ান হাসান। মেয়েকে বাড়িতে গিয়ে পড়ানোর সূত্র ধরে ও্ ছাত্রীর মায়ের স'ঙ্গে
প'রকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই শিক্ষকের। বি'ষয়টি ওই গৃহবধূর স্বামী জানতে পেরে শিক্ষকের ওপর নজর রাখেন।ওই শিক্ষক গত ম'ঙ্গলবার রাত ৮টার দিকে ওই ছাত্রীর মায়ের ঘরে প্রবেশ করলে ওই ছাত্রীর বাবা ঘরের বাইরে থেকে দরজাতে তালা লাগিয়ে দিয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা এসে জড়ো হন। পু'লিশ খবর পেয়ে ওই দিন রাতেই ঘটনাস্থলে এসে আট'ক দুজনের স'ঙ্গে কথা বলে আইনগত
কোনো পদ'ক্ষেপ না নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুর নেতৃত্বে গতকাল বুধবার দুপুর পর্যন্ত আট'ক রাখা ওই শিক্ষককে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনা হয়। চেয়ারম্যান অ'ভিযুক্ত ওই শিক্ষকের ৩ লাখ টাকা জরিমানা করেন এবং তার লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এ ব্যাপারে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু স'ঙ্গে মুঠোফোনে একাধিক বার কল
দেওয়া হলেও তিনি ফোন রিসিভি না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। আদম'দীঘি থানার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কেউ বাদী হননি। এ কারণে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’ করো'নায় মৃ'ত্যু ২৩ হাজার ছাড়াল দেশে করো'না মহা'মা'রিতে মৃ'ত্যু ছাড়িয়েছে ২৩ হাজার। মাত্র চার দিনে প্রায় এক হাজার মানুষের মৃ'ত্যু দেখল
দেশ। তবে সবশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা কমলেও মৃ'ত্যু বেড়েছে। করো'নাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে করো'নায় প্রাণহানি ২৩ হাজার ছাড়াল। মোট মৃ'ত্যু হয়েছে ২৩ হাজার ১৬১ জনের। ম'ঙ্গলবার স্বাস্থ্য অধিদ'প্তর থেকে পাঠানো করো'নাবি'ষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞ'প্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে ৫ আগস্ট দেশে করো'নায় একদিনে ২৬৪ জনের মৃ'ত্যু হয়।
একই সময়ে দেশে করো'নায় নতুন শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। ফলে করো'নায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে। বিজ্ঞ'প্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৪ শতাংশ। ২৪ ঘন্টায় সুস্থ ১৪ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।
গত বছর ৮ মা'র্চ দেশে প্রথম করো'নাভাইরাস শনাক্ত হয়। ১৮ মা'র্চ করো'নায় আ'ক্রা'ন্ত হয়ে প্রথম মৃ'ত্যুর ঘটনা ঘটে। এ বছরের এপ্রিল মাসে দ্বিতীয় ঢেউ শুরুর পর বাড়তে থাকে করো'না সংক্রমণ ও মৃ'ত্যু। জুলাই থেকে তা ভ'য়াবহ রূপ নেয়। ৬ আগস্ট করো'নায় মৃ'তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে যায়।