নারীরা তৃ'প্তির জন্য পুরুষের কাছে যা আশা করে। নারী হোক বা পুরুষ হোক সবাই শারীরিক মিলনে তৃ'প্তি(Satisfaction) আশা করেন। সবাই চাইলেও সে পূরণ হয়না সবার।
পুরুষরা সহজেই তৃ'প্তি পেলেও, মহিলাদের ক্ষেত্রে এই সন্তুষ্টি সহজ নয়৷ মহিলাদের সন্তুষ্ট করতে পুরুষরা কম কসুর করেন না৷ কিন্তু প্রশ্ন হল, তৃ'প্তিতে বলতে মহিলারা ঠিক কী বোঝেন?নারীরা তৃ'প্তির জন্যপুরুষদের ধারণার স'ঙ্গে মেয়েদের ভাবনার ফারাক কোথায়, তা জানতেই সম্প্রতি এক সমীক্ষা হয়েছিল৷ সেখানেই জানা গেল তৃ'প্তিতে মহিলারা ঠিক কী চান৷ প্রায় ৬০০ জন মহিলার উপর সমীক্ষা চালানো হয়েছিল৷ তাঁদের কাছে
প্রশ্ন রাখা হয়েছিল, তাঁরা তৃ'প্তির জন্য পুরুষের কাছে ঠিক কী প্রত্যাশা(Expectation) করেন৷উত্তর যা পাওয়া গেল, তা জানা পুরুষদের জন্য অত্যন্ত জরুরি৷ কেননা এই উত্তরগু'লির মধ্যেই নারীদের সুখী করার চাবিকাঠি লুকিয়ে রয়েছে৷ যেমন এক মহিলা জানিয়েছেন, তাঁর স'ঙ্গী নিজের সন্তুষ্টির পরেও স'ঙ্গম থামান না৷ বরং তিনি কতক্ষণে সন্তুষ্ট হবেন তার জন্য মিলন প্রক্রিয়া চালিয়ে যান৷ এক মহিলা জবাব দিচ্ছেন, শারীরিক তৃ'প্তির
(physical satisfaction) জন্য ভালবাসা আবশ্যিক নয়৷ তবে একে অন্যের শারীরিক চাহিদাকে সম্মান জানাতে হবে, এবং পরস্পরের চাহিদা(Demand) অনুযায়ী সক্রিয় 'হতে হবে৷ তবে ভালবাসা থাকলে এই তৃ'প্তি আরও অনেক গু'ণ বেড়ে যায়৷ মিলন তৃ'প্তিতে মানসিক সম্পর্কের জায়গা যে গু'রুত্বপূর্ণ তা অনেকের কথায় উঠে এসেছে৷ এক মহিলা জানিয়েছেন, স'ঙ্গমে তিনি শারীরিকভাবে শিহরিত 'হতে থাকেন ঠিকই, তবে
পাশাপাশি মানসিক পরিতৃ'প্তি(Mental satisfaction) প্রয়োজন৷ আর তা আসে স'ঙ্গীর স'ঙ্গে মানসিক সংযোগের ভিত্তিতেই৷ আরেক মহিলা জানিয়েছেন, শরীরি সম্পর্কের ক্ষেত্রে স'ঙ্গীর স'ঙ্গে যেন একটা ফিল গু'ড ব্যাপার থাকে৷ ঘনিষ্ট হওযার মুহূর্তে যদি দুজনের মধ্যেই একই রকম প্যাশন থাকে, তবে সহজেই তৃ'প্তিতে মেলে জানাচ্ছেন আরেক মহিলা৷৷ অর্থাৎ মিলন তৃ'প্তি বলতে মহিলারা শুধু শারীরিক চাহিদাপূরণের কথা ভাবেন
না৷ তার স'ঙ্গে মানসিক পরিতৃ'প্তিতেও জোর দিচ্ছেন প্রায় প্রত্যেকেই৷ পুরুষরা মাথায় রাখলেই সহজেই স'ঙ্গিনীকে যৌ'নসুখ(Sexual pleasure) দিতে পারবেন৷ সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমা'দের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।