এলাকায় হাতুড়ে হিসেবে পরিচিত এক প্রৌঢ়। বয়স ৬৪। ভারতের মধ্যপ্রদেশের সি'ঙ্গরাউলি জে'লার বাসিন্দা। সন্দে'হবাতিক রয়েছে। তাঁর ধারণা, গ্রামের কারও স'ঙ্গে স্ত্রী বিবাহ বহির্ভূ'ত সম্পর্কে জড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই তাঁর ৫৫ বছরের স্ত্রীকে মা'রধর করত।
শনিবার রাগের বশে ঘরে থাকা সুতো ও সূচ নিয়ে স্ত্রীর যৌ'না'ঙ্গ সেলাই করে দেয়। যন্ত্রণায় কাতরাতে থাকেন মহিলা। তারপরই স্থানীয় থানায় অ'ভিযোগ জানান।একজন মহিলা পু'লিশকর্মীর স'ঙ্গে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
চিকিত্সকেরা সেলাই খোলেন। মহিলার যৌ'না'ঙ্গ ক্ষ'তিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে চিকিত্সায় সেরে যাব'ে বলে জানিয়েছেন চিকিত্সকেরা।পু'লিশ অ'ভিযোগ পেয়েই অ'ভিযুক্তকে গ্রে''প্তার করতে যায়।
কিন্তু স্ত্রী চান না স্বামীর কড়া শাস্তি হোক। তাই অ'ভিযুক্ত দোষ করেও রেহাই পেয়ে যাচ্ছে বলে দাবি পু'লিশের। তবে এমন ঘটনায় মহিলাদের প্রতিবাদ করা উচিত। নাহলে ঘরোয়া নি'র্যাতন কমবে না। যে সূচ ও সুতো দিয়ে মহিলার যৌ'না'ঙ্গ সেলাই করা হয়েছিল,
তা বাজেয়া'প্ত করেছে পু'লিশ।কয়েকদিন আগে বে'ঙ্গালুরুতে মুবারক পাশা নামের এক ব্যক্তি স্ত্রীকে পি'টিয়ে খু'ন করে। কারণ হিসেবে জানিয়েছে, স্ত্রী তার জন্য চিকেন ফ্রাই করতে পারেনি। সূত্র : আজকাল