হবিগঞ্জের লাখাইয়ে হাওরে স্বামীর সাথে নৌকাভ্রমণে বের হওয়া তরুণী নববধূকে সং'ঘব'দ্ধভাবে ধ'র্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হবিগঞ্জ আ'দালতে মা'মলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের নারী ও শিশু নি'র্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ আট' জনকে আ'সামি করে এই মা'মলা করেন ভুক্তভোগীর স্বামী। আ'দালতে অ'ভিযোগ আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মা'মলা রেকর্ড করার জন্য লাখাই থানাকে নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রে'ফতার করেছে পু'লিশ।
মা'মলার অ'ভিযোগপত্র থেকে জানা যায়, ২৫ আগস্ট দুপুরে ওই দম্পতি তাদের এক বন্ধুকে সাথে নিয়ে হাওড়ে নৌভ্রমণে যায়। হাওড়ে পৌঁছামাত্র অ'পর একটি নৌকাযোগে আট' যুবক তাদের গতিরোধ করে। পরে তাদের নৌকায় উঠে ওই যুবকরা ভুক্তভোগীর স্বামী ও তার বন্ধুকে মা'রধর করে ভুক্তভোগীকে পালাক্রমে ধ'র্ষণ করে। এক পর্যায়ে তাদেরকে ন'গ্ন করে ভিডিও ধারণ করে তারা।
পরে ন'গ্ন ছবি ও ভিডিও দেখিয়ে নয় লাখ টাকা চাঁদা দাবি করে। পাশাপাশি হু’মকি দেয় এ ব্যাপারে কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেয়া হবে।ভুক্তভোগী নারী বলেন, আমি নৌকার ভেতরে ছিলাম। হুট করে কয়েকজন নৌকায় উঠে আমা'র স্বামী আর তার বন্ধুকে মা'রধ’রা করে। এরপর আমাকে নি'র্যাতন করে। পরে আমা'দের ন'গ্ন করে ভিডিও করে টাকা দাবি করে।
নি'র্যাতনে আ'হত ভুক্তভোগীর স্বামীও একই কথা জানান। নি'র্যাতনের শিকার নারী বর্তমানে হবিগঞ্জ ২৫০ শয্যা জে'লা সদর হাসপাতালে ভর্তি আছেন। সেখানকার মেডিকেল অফিসার ডা. নাদিরা বেগম বলেন, ওই নারী আমা'দের এখানে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে। মেডিকেল পরীক্ষাও হবে।
এরই মধ্যে এক আ'সামিকে গ্রে'ফতার করা হয়েছে বলে জানিয়েছেন লাখাই থানার ভারপ্রা'প্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।