সাবেক প্রেমিক ফিরে আসতে চায়। তবে কোনো মতেই তার স'ঙ্গে ফের সম্পর্কে যেতে নারাজ যুবতী।
শেষে শুধুমাত্র সাবেক প্রেমিকের স'ঙ্গে কথা বলতে যুবতী এমন শর্ত রেখেছেন যা শুনে 'হতবাক সবাই। ওই নারী মিসৌরির বাসিন্দা। নাম তার হ্যালি পিয়ার্স। তিনি কয়েক মাস আগে বয়ফ্রেন্ডের স'ঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটান তিনি। তিনি জানান, তার বয়ফ্রেন্ড অন্য আরেকজনের স'ঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। সেটা জানার পরে তিনি ব্রেক আপ করেন।
তবে এখন তার পুরনো বয়ফ্রেন্ড ফিরে আসতে চাইছে। প্রতিদিন মেসেজ ও ফোন। প্রথমে ওই নারী কিছুতেই পাত্তা দিতে চাননি তার সাবেক প্রেমিককে। শেষে তিনি এক সি'দ্ধান্ত নিয়ে বসেন। আপাতত সাবেক প্রেমিকার স'ঙ্গে কথা বলতে বড় খেসারত দিতে হচ্ছে যুবককে। ওই নারী তার সাবেক প্রেমিককে জানিয়েছেন, শুধুমাত্র কথা বলতে গেলে ৩০০ ডলার দিতে হবে। যা বাংলাদেশি টাকার ২৫ হাজার ৫৩৮ টাকা স'প্তাহে দিতে হচ্ছে ওই যুবককে।
পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই নারী। সেই স'ঙ্গে তিনি জানিয়েছেন, এই কাজে তিনি মোটেও অনুত'প্ত নন। কারণ, তার সাবেক প্রেমিক দিনের পর দিন ঠকিয়েছেন তাকে। তবে এই টাকা দেওয়ার ক্ষেত্রে যে কোনোরকম জোর করা হচ্ছে না, সেটাও জানিয়ে দিয়েছেন ওই নারী। তিনি বলেছেন বয়ফ্রেন্ড সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই তার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন।