সিলেটে প্রেমের ফাঁ'দে ফেলে বিয়ের প্র'লোভনে এক তরুণীকে (২২) ধ'র্ষণের অ'ভিযোগ পাওয়া গেছে। এ অ'ভিযোগে এক যুবককে গ্রে''প্তার করেছে পু'লিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) তাকে কারা'গারে পাঠানো হয়। এর আগে দক্ষিণ সুরমা'র পিরোজপুর এলাকার লুৎফুর ম্যানশন থেকে গ্রে''প্তার করা হয়।
গ্রে''প্তারকৃত যুবক সিলেটের জকিগঞ্জ উপজে'লার রাড়াই গ্রামের ফারুক মিয়ার ছেলে মাহমুদ হাসনাত (২৫)।
পু'লিশ জানায়, হাসনাত দক্ষিণ সুরমা'র এক তরুণীর স'ঙ্গে বিয়ের প্র'লোভনে দৈহিকভাবে মিলিত হন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে ওই তরুণীকে বিয়ে না করায় তিনি হাসনাতের বিরু'দ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি ধ'র্ষণ মা'মলা দায়ের করেন। সেই মা'মলার ভিত্তিতে পু'লিশ হাসনাতকে গ্রে''প্তার করা হয়। পরে সোমবার (২০ সেপ্টেম্বর) তাকে আ'দালতে প্রেরণ করলে আ'দালত কারা'গারে প্রেরণের নির্দেশ দেন।
দক্ষিণ সুরমা থানার ওসি (ত'দন্ত) সুমন কুমা'র চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।