শ্রেণিকক্ষে নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় পাঁচ শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ‘অগ্রহণযোগ্য আচরণের’ অ'ভিযোগে ভারতের উত্তর প্রদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই পাঁচ শিক্ষিকাকে বরখাস্ত করা হয় বলে
সোমবার (২৭ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীবিহীন ফাঁ'কা শ্রেণিকক্ষে সিনেমা'র একটি জনপ্রিয় গানে শিক্ষিকারা' নাচছেন।
বৃহস্পতিবার ওই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে।এরপর আগ্রার প্রাথমিক শিক্ষা বিভাগ এই ঘটনার ত'দন্ত শুরু করে। ত'দন্তে বি'ষয়টি সত্যতা পাওয়া গেলে শনিবার তাদের বরখাস্ত করা হয়।
একইস'ঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে।প্রাথমিক শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ওই ঘটনার পর অ'ভিযুক্ত শিক্ষিকাদের কারণ দর্শাতে বলা হয়।
চারজন শিক্ষক এর জবাব দেন। তবে একজন শিক্ষিকার কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।তবে অ'ভিযুক্ত শিক্ষিকারা' সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, ওই শিক্ষিকাদের এই কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাদের এই আচরণ অগ্রহণযোগ্য। স্কুল চলাকালে শ্রেণিকক্ষে তাদের এই আচরণ করা উচিত হয়নি।