এক বন্ধুকে স'ঙ্গে করে মিষ্টি ও জুস নিয়ে চাচা শ্বশুরের বাড়িতে বেড়াতে যান আমিনুর রহমান (২৫)। সেখানে যাওয়ার আগেই তাঁরা ঘু'মের ওষুধ গু'ঁড়ো করে মিশিয়ে দেন মিষ্টি ও জুসের স'ঙ্গে।
তা খেয়ে সবাই ঘু'মিয়ে পড়লে ওই সুযোগে বন্ধুকে নিয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া শ্যালিকাকে ধ'র্ষণ করেন তিনি। এ ঘটনায় অ'ভিযুক্ত আমিনুরকে গ্রে''প্তার করেছে। মেয়েটির বাবা বাদী হয়ে সকালে থানায় দুজনকে আ'সামি করে ধ'র্ষণের মা'মলা করেন। পু'লিশ বিকেলেই প্রধান আ'সামি আমিনুর রহমানকে গ্রে''প্তার করেছে। আমিনুরের বন্ধুকে গ্রে''প্তারের চেষ্টা চলছে
বলে জানিয়েছে পু'লিশ। মেয়েটি বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রা'ইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। গ্রে''প্তার আমিনুর ট্রাকচালক। মা'মলার এজাহার সূত্রে জানা গেছে, আমিনুর রহমান কিছুদিন আগে একটি নতুন ট্রাক কেনেন। নতুন গাড়ি কেনা উপলক্ষে তিনি চাচা শ্বশুরের বাড়িতে মিষ্টি ও জুস নিয়ে যান। ঘু'মের ওষুধ মেশানো ওই জুস ও মিষ্টি খেয়ে একপর্যায়ে বাড়ির সবাই অচেতন হয়ে
পড়লে আমিনুর ও তাঁর বন্ধু ওই কিশোরীকে ধ'র্ষণ করেন। মা'মলার বাদী বলেন, ঘটনার পরের দিন সকালে একে একে সবাই জ্ঞান ফিরে পান। একপর্যায়ে প্রতিবেশীরা ওই বাড়ির চার সদস্যকে উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সকালে চিকিৎসক সবাইকে ছেড়ে দিলেও ওই মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
থানার পরিদর্শক (ত'দন্ত) গণমাধ্যমকে বলেন, মেয়েটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আমিনুরকে আ'দালতে পাঠানো হবে।