নোয়াখালীর বেগমগঞ্জ উপজে'লায় আগের ধারণকৃত ধ`র্ষ`ণের ভিডিও প্রকাশের ভ`য় দেখিয়ে এক গৃহবধূকে (২১) একাধিকবার ধ`র্ষ`ণের অ`ভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন ওরফে আরিফ (২১) নামে এক যুবকের বি`রু'দ্ধে।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নি`র্যা`তন এবং প`র্নোগ্রাফি নি`য়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় মা`মলা করেন।মা`মলা সূত্রে জানা যায়, জে'লার সেনবাগ উপজে'লার শায়েস্তানগর গ্রামের
আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন ওরফে আরিফের (২১) স'ঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল ওই গৃহবধূর। সম্পর্কের কারণে আরিফ তাকে বিয়ের প্র'লোভন দেখিয়ে একাধিকবার ধ`র্ষ`ণ করে। সেই ধ`র্ষ`ণের ভিডিও মোবাইলে ধারণ করে।
পরে ভুক্তভোগী ওই নারীর বিয়ের পর মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার ভ`য় দেখিয়ে আবারও একাধিকবার ধ`র্ষণ করেন।পাশাপাশি ভু`ক্তভোগী ওই গৃহবধূর পরিবারের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়।
পরে ভুক্তভোগীর ওই গৃহবধূর স্বামী বেগমগঞ্জ থানায় একটি মা`মলা করেন।জে'লা পু'লিশ সুপার (এসপি) মো. শ’হীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অ`ভিযুক্ত আ`সামিকে গ্রে'`'প্তারে অ'ভিযান চালাচ্ছি।