সিয়ামে মুগ্ধ নায়ক রিয়াজ, হয়ে গেলেন ভক্তও। পর্দা কাপানো নায়ক রিয়াজ। বাংলা সিনেমা'র দর্শকদের উপহার দিয়েছেন ‘হৃদয়ের কথা’, ‘মনের মাঝে তুমি’সহ অসংখ্য দর্শকনন্দিত সিনেমা। কিন্তু রিয়াজ এবার জানালেন তিনি নাকি এই সময়ের আলোচিত নায়ক সিয়ামে মুগ্ধ, বনে গিয়েছেন ভক্তও!
দুই প্রজন্মের দুই নায়ক একস'ঙ্গে অ'ভিনয় করেছেন দীপংকর দীপন পরিচালিত ‘অ'পারেশন সুন্দরবন’ সিনেমায়। যেটি এখনো মুক্তির অ'পেক্ষায়। আর এই সিনেমায় অ'ভিনয় করতে গিয়ে সিয়ামকে খুব কাছ থেকে দেখতে পেয়েছেন রিয়াজ। জেনেছেন তরুণ এই নায়ক সম্পর্কে অনেক কিছু। এরইমধ্যে রীতিমতো সিয়ামের ভক্ত বনে গেছেন বলে জানালেন রিয়াজ।
বুধবার দুপুরে মগবাজারের একটি রেস্তোরাঁয় শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষ্যে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের পক্ষ থেকে সাংবাদিকদের স'ঙ্গে মতবিনিময় করা হয়। যেখানে উপস্থিত ছিলেন এই প্যানেলের সহ-সভাপতি প্রার্থী নায়ক রিয়াজও। প্যানেলের ইশতেহার ঘোষণার পর সাংবাদিকের স'ঙ্গে সিয়ামকে নিয়ে কথা বলেন ‘মনের মাঝে তুমি’র নায়ক।
রিয়াজ বলেন, সিয়াম তার কাজের জন্য নিবেদিত প্রাণ। সে কাজে অসম্ভব অ্যাফোর্ড দেয়। শিক্ষিত ছেলে, লেখাপড়া করেছে আইনে (ব্যারিস্টার)। সুন্দরবনের গহীন জ'ঙ্গলে আমর'া একস'ঙ্গে কাজ করেছি। সেখানে গিয়ে আমি অন্য এক সিয়ামকে দেখেছি। বহু বছর ধরে সিনেমায় কাজ করতে করতে আমা'র অনেক অ'ভিজ্ঞতা হয়েছে। সেই অ'ভিজ্ঞতা থেকে কাজের প্রতি সিয়ামের আন্তরিকতা ও নিষ্ঠা দেখে সত্যি সত্যি মুগ্ধ হয়েছি।
‘অ'পারেশন সুন্দরবন’ সিনেমা'র শুটিং অ'ভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শুটিং করতে গিয়ে দেখেছি সিয়াম স্ক্রিপ্ট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সংলাপ মুখস্ত করছে, বারবার রিহার্সেল করছে। না বুঝতে পারলে জিজ্ঞেস করছে, ভাইয়া এটা কেমন ওটা কেমন! একজন মেজর কীভাবে কথা বলবে, রিয়েক্ট করবে, কিভাবে তাকাবে সে আগ্রহ নিয়ে শিখছে।
সিয়ামের এমন ডেডিকেশন মুগ্ধ রিয়াজ। সে কারণে তিনি রীতিমত সিয়ামের ভক্ত বনে গেছেন বলও জানান। বড় ভাই রিয়াজের কাছ থেকে এমন সব ইতিবাচক মন্তব্য শুনে আনন্দিত সিয়ামও।