পু'লিশ পরিচয়ে ডা'কাতি করতে গিয়ে আট'ক হয়েছেন ডা'কাত সর্দার জীবন খাঁন ওরফে জীবন কসাই (৪০)। এ সময় ডা'কাতদলের কাছ থেকে একটি বিদেশি পি'স্তল, ৩ রাউন্ড গু'লি, একটি ছু'রি, একটি স্টিলের কিরিচ ও একটি হাতুড়ি জব্দ করেছে পু'লিশ।
বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে পাবনার সুজানগর উপজে'লার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের জয়নুদ্দিন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
আট'ক ডা'কাত সর্দার জীবন ওরফে জীবন কসাই সুজানগর উপজে'লার মানিকহাট গ্রামের আজিবর খাঁন কসাইয়ের ছেলে এবং একাধিক মা'মলার পলাতক আ'সামি।
বাড়ির মালিক জয়নুদ্দিন শেখ জানান, কাতার প্রবাসী দুই ছেলে মানিক ও রতনের পাঠানো ৫০ লাখ টাকা গত রোববার ব্যাংক থেকে তোলা হয়। বাড়িতে রাখা টাকার বি'ষয়টি হয়তো ডা'কাতদল জেনে গিয়েছিল। এ টাকা ডা'কাতি করে নিয়ে যাওয়ার পরিকল্পনা থেকেই ডা'কাতির চেষ্টার ঘটনাটি ঘটেছে বলে তার ধারণা।
বাড়ির মালিক জয়নুদ্দিন শেখ আরো জানান, বুধবার ভোররাতে ডা'কাতদল নিজেদের পু'লিশের লোক পরিচয়ে কাতার প্রবাসী ছেলে মানিক হোসেনের স্ত্রী হিরা খাতুনকে ঘরের দরজা খুলতে বলে। দরজা না খোলায় তারা হাতুড়ি দিয়ে দরজা ভাঙতে শুরু করে করে।
উপায় না দেখে তিনি পাশের কক্ষ থেকে বের হয়ে আসেন। এ সময় ডা'কাতদল তাকে হাতুড়ি দিয়ে আঘা'ত শুরু করে। সেসময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে এক ডা'কাতকে জাপটে ধরে চিৎকার দেন। প্রতিবেশীরা এসে ওই ডা'কাত আট'কে ফেলে পু'লিশে খবর দেয়। পরে অন্য ডা'কাতরা দ্রুত পালিয়ে যায়।থানার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, ঘটনাস্থলে গিয়ে ডা'কাত সর্দার জীবন খানকে আট'ক করে পু'লিশ। তার কাছে থাকা ও তার স'ঙ্গীদের ফেলে যাওয়া অ'স্ত্র ও মোবাইল উ'দ্ধার করা হয়েছে।
পাবনার সিনিয়র সহকারী পু'লিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, পু'লিশ সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। আট'ক জীবন খাঁন ওরফে জীবন কসাই একজন পেশাদার ডা'কাত। তার বিরু'দ্ধে থানায় একাধিক মা'মলা রয়েছে। তিনি পু'লিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডা'কাতির কথা স্বীকার করে তার সহযোগীদের নাম-ঠিকানা প্রকাশ করেছেন। এ ঘটনায় থানায় মা'মলা দায়ের করা হয়েছে।